বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

ন্যায় বিচারের দাবিতে কুয়েট শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের এক শিক্ষার্থী আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ও তৎকালীন প্রশাসনের নির্যাতনের বিচার না হওয়ায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টা থেকে তিনি প্রশাসনিক ভবনের বারান্দায় ন্যায় বিচারের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করছেন।

তিন দফা দাবির মধ্যে রয়েছে—
নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদন প্রকাশ, ঘটনার সঙ্গে জড়িত তৎকালীন কুয়েট প্রশাসনের মূল হোতাদের শাস্তি নিশ্চিতকরণ এবং ক্ষতিপূরণ ও ক্যারিয়ার পুনর্গঠন।

অবস্থান কর্মসূচি সম্পর্কে জাহিদুর রহমান খুলনা গেজেটকে বলেন, “তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে যাব।”

তিনি আরও বলেন, “মরে যাব, তবুও দাবি পূরণ থেকে বিচ্যুত হব না।”

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন