বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

গেজেট প্রতিবেদন

গুচ্ছভুক্ত (জিএসটি) ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এখন থেকে আগামী ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এর আগে আবেদন প্রক্রিয়া ২৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলার কথা ছিল।

বুধবার (২৪ ডিসেম্বর) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কোর কমিটির সচিব ও ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ ডিসেম্বর রাত ৮টায় অনলাইনে (জুম মিটিংয়ের মাধ্যমে) অনুষ্ঠিত গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কোর কমিটির (উপাচার্যবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চতুর্থ সভায় সর্বসম্মতিক্রমে আবেদন সময় বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত করা যাবে।

উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ মার্চ, ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন