সাম্প্রতিক ভূমিকম্প ও আফটার শকের ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক আঘাত বিবেচনা এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়।
শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভূমিকম্প নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত শীতকালীন ছুটি এগিয়ে এনে সাময়িক বন্ধ ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম জানান, শিগগিরই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হবে। বিষয়টি নিয়ে আলোচনা চলমান রয়েছে।
এদিকে, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষ থেকে স্থানান্তর প্রক্রিয়া চূড়ান্ত না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে।
খুলনা গেজেট/এএজে

