মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন জটিলতা, আপিলের পথে মন্ত্রণালয়

গেজেট প্রতিবেদন

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ দিয়ে হাইকোর্টের নির্দেশনার পর নতুন জটিলতার সৃষ্টি হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল দাখিলের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে নির্ধারিত বৃত্তি পরীক্ষা আয়োজন করা যাবে কি না, সেটিও এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

মূলত, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাইয়ের একটি স্মারকে শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে— এমন সিদ্ধান্ত নেওয়ার পর কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেনসহ ৪২ জন সেটি চ্যালেঞ্জ করেন। হাইকোর্টের সমন্বিত বেঞ্চ রিটের প্রাথমিক শুনানির পর ওই স্মারকের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন। চূড়ান্ত শুনানির পরে আদালত ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশ দেন।

রায়ে বলা হয়েছে, সরকারির পাশাপাশি বেসরকারি নিম্ন মাধ্যমিক, রেজিস্ট্রার্ড কিন্ডারগার্টেন, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য অনুমোদিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২১–২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। রায়ের প্রাথমিক ও চূড়ান্ত নির্দেশ অনুসারে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে মন্ত্রণালয়কে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সরকারের বিরুদ্ধে কোনো রায় গেলে আপিল করতেই হয়। এটি একটি ফরমালিটি। আপিল দাখিলের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও জানান, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সময়ও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডিসেম্বরের মধ্যে সরকারি বিদ্যালয়ের পরীক্ষাও অনিশ্চিত হয়ে আছে। তবে নিয়মতান্ত্রিক সব অপশন শেষ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন