সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি, কমল ১৪০টি আসন

গেজেট প্রতিবেদন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক স্তরের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তবে এই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা কমছে ১৪০টি। ফলে পূর্বের ১ হাজার ৩০টি সাধারণ আসন থেকে কমে এবার আসন সংখ্যা দাঁড়িয়েছে ৮৯০টি। ইউজিসির নির্দেশনা মোতাবেক এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রশাসন।

জানা যায়, সর্বশেষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ হাজার ৩০টি সাধারণ আসন থাকলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নির্দেশনা মোতাবেক কমানো হয়েছে আসন সংখ্যা। এর মাধ্যমে নতুন শিক্ষাবর্ষ থেকে ১৪০টি আসন কমেছে।

বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদভুক্ত মোট বিভাগ রয়েছে ১৯টি। এর মধ্যে ছয়টি বিভাগকে ল্যাব ভিত্তিক ধরে এদের আসন সংখ্যা করা হয়ে ৪০টি। এই ছয়টি বিভাগ হলো- পদার্থ বিজ্ঞান, রসায়ন, ফার্মেসী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) এবং প্রত্নতত্ত্ব বিভাগ। এরমধ্যে প্রত্নতত্ত্ব এবং ফার্মেসী বিভাগে গত শিক্ষাবর্ষে ছিল ৪০টি করে আসন এবং বাকি চারটিতে ছিল ৫০টি। ফলে এই চারটিতে ১০টি করে কমছে মোট ৪০টি আসন।

এছাড়া ল্যাববিহীন ধরে বাকি ১৩টি বিভাগে রাখা হয়েছে ৫০টি করে আসন। এই বিভাগগুলো হলো– গণিত, পরিসংখ্যান, ইংরেজি, বাংলা, অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ব্যবস্থাপনা শিক্ষা, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং আইন বিভাগ। এর মধ্যে পরিসংখ্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিভাগে গত শিক্ষাবর্ষেই ৫০টি করে আসন ছিল এবং বাকি ১০টি বিভাগে ছিল ৬০টি করে আসন। ফলে এই ১০টি বিভাগে ১০টি করে কমছে মোট ১১০টি আসন।

এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ইউনিট ভিত্তিক হিসেবে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদ) কমছে ৫০টি আসন, ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) কমছে ৫০টি আসন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) কমছে ৪০টি করে মোট ১৪০টি আসন। এর আগে, গত ১৫ সেপ্টেম্বর ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে ইউজিসির নির্দেশনা মেনে ল্যাব ভিত্তিক এবং ল্যাববিহীন ক্যাটাগরিতে আসন সংখ্যা কমানোর সুপারিশ করা হয়। পাশাপাশি, নতুন অর্গানোগ্রামে (প্রক্রিয়াধীন) আরও ১৮টি বিভাগের অন্তর্ভুক্তি, চারটি ইনস্টিটিউট চালু, এছাড়া ১২টি বিভাগে পিএইচডি ডিগ্রি চালুর সুপারিশ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ইউজিসির নির্দেশনা ছিল আসন সংখ্যা কমানোর। সেই অনুযায়ী অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে ল্যাব ভিত্তিক আর ল্যাবছাড়া দুই ধরনের ক্যাটাগরিতে ডিপার্টমেন্টগুলোতে সিট কমানো হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৩০ এবং ৩১ জানুয়ারিতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন