শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

কারিগরি জটিলতায় বাড়ল মাদ্রাসার ৮ম শ্রেণির বৃত্তির ফরমপূরণের সময়

গেজেট প্রতিবেদন

কারিগরি সমস্যা এবং মাদ্রাসা প্রধানদের অনুরোধের দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষা- ২০২৫ এর ফরমপূরণের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কারিগরি জটিলতা এবং মাদ্রাসা প্রধানগণের চাহিদা বিবেচনায় সময় বৃদ্ধি করা হয়েছে। পরবর্তীতে আর সময় বাড়ানো হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে বোর্ড ফি জমা দেওয়ার শেষ তারিখ ও ফরম পূরণের শেষ তারিখ দুটিই ১৩ নভেম্বর। আর বোর্ড ফি জমা দেওয়ার পরই তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, এরইমধ্যে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে বোর্ড। রুটিন অনুযায়ী, অষ্টম শ্রেণির কুরআন মাজিদ ও তাজভিদ, আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর (রোববার)। আরবি (১ম ও ২য় পত্র) পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর (সোমবার)। বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ৩১ ডিসেম্বর (বুধবার)।

পরীক্ষায় প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় তিন ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় থাকবে। বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান (৫০+৫০) =১০০ এবং পরীক্ষার সময় (১.৩০+১.৩০) = ৩ ঘণ্টা। দুটি বিষয়ে একই দিনে ভিন্ন কোডে পরীক্ষা হবে ও উত্তরপত্রও আলাদা থাকবে। গণিত ও বিজ্ঞানেও একই পদ্ধতি অনুসৃত হবে, পূর্ণমান (৭০+৩০)=১০০।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন