বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

বুধবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

গেজেট প্রতিবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে বুধবার (৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬।

জেলা পর্যায়ে প্রতিযোগিতা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত আর বিভাগীয় পর্যায়ে ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের তারিখ পরে জানানো হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্নাতক (পাস ও অনার্স) এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ইভেন্টভিত্তিক অংশগ্রহণকারীদের তথ্য বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে অনলাইনে ‘কলেজ লগিন’ করে ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। কলেজগুলোকে তাদের প্রতিযোগীদের তথ্য, ব্যাংক হিসাব, এনআইডি নম্বর, জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য ফরমে পূরণ করতে হবে।

প্রতিযোগিতায় মোট ১২টি ইভেন্ট থাকবে– ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার, ব্যাডমিনটন, টেবিল টেনিস, দাবা, ক্যারাম ও অ্যাথলেটিক্স। ফুটবল ও ক্রিকেটে ১৬ জন, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবলে ১২ জন, আর ব্যাডমিনটন, টেবিল টেনিস, দাবা ও ক্যারামে ৪ জনের দল গঠন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্র ও ছাত্রীরা পৃথকভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ক্রিকেটে অবশ্যই কাঠের বল ব্যবহার করতে হবে এবং প্রতিযোগীদের নিজ নিজ খেলার সামগ্রী সঙ্গে আনতে হবে। সাঁতারের প্রতিযোগিতার জন্য স্থানীয় ক্রীড়া সংস্থার সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি একক ও দুটি দলীয় ইভেন্টে অংশ নিতে পারবেন। আবেদন কেবল কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে করা যাবে, ব্যক্তিগতভাবে নয়। জেলা পর্যায়ের ইভেন্টে প্রথম স্থান অর্জনকারী দল বা খেলোয়াড় বিভাগীয় পর্যায়ে অংশ নেবে, আর বিভাগীয় পর্যায়ের প্রথম স্থান অর্জনকারীরা অংশ নেবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায়।

প্রতি জেলার একটি কলেজ এবং প্রতিটি বিভাগের একটি করে কলেজকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতা পরিচালনা ও ব্যয় নির্বাহের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ভেন্যু কলেজে বরাদ্দ পাঠানো হবে।

জেলা পর্যায়ে বিজয়ীদের তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে আপলোড করতে হবে। কোনো বিজয়ী বিভাগীয় পর্যায়ে অংশ নিতে অপারগ হলে, তার পরিবর্তে দ্বিতীয় স্থানাধিকারী প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিযোগিতা পরিচালনার জন্য ভেন্যু কলেজের অধ্যক্ষের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল গঠন করতে হবে। এতে একজন সদস্য হবেন জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক মনোনীত এবং অন্য একজন অন্য কোনো কলেজ থেকে মনোনীত হবেন।

প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহীম খলিল (মোবাইল: ০১৯২৩৬৬৫৩৫৭) এবং সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন (মোবাইল: ০১৭১৩৬৭১৫৫২)-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের পরিচালকরা নিজ নিজ এলাকার প্রতিযোগিতা কার্যক্রম সমন্বয় করবেন। চূড়ান্ত প্রতিযোগিতায় দলের সদস্য সংখ্যা ১৬ জন পর্যন্ত হলে একজন আর ১৬ জনের বেশি হলে দু’জন শরীরচর্চা শিক্ষক বা প্রতিনিধি সঙ্গে থাকতে পারবেন।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন