বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

সরকার আংশিক দাবি মেনে নেওয়ায় অধ্যক্ষ পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

গেজেট প্রতিবেদন

সরকার শিক্ষকদের যুক্তিসঙ্গত দাবির প্রতি গুরুত্ব আরোপ করে আংশিক দাবি মেনে নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছে বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ। মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ’র সভাপতি প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবিতে দশদিন রাজপথে অবস্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের মাধ্যমে এই আন্দোলন-এর সমাপ্তি হওয়ায় আনন্দ প্রকাশ করছি। কিছুটা বিলম্বে হলেও সরকার শিক্ষকদের যুক্তিসঙ্গত দাবির প্রতি গুরুত্ব আরোপ করে আংশিক দাবি মেনে নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি। এর ফলে সরকারী ও বেসরকারী বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১৯৭৩ সালে শুরু হওয়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আন্দোলনের আরও এক ধাপ অগ্রগতি হল।

এতে আরও বলা হয়, দাবি আদায়ের লক্ষ্যে চলতি মাসের ১২ তারিখ থেকে রাজপথে সংগ্রামরত শিক্ষক-কর্মচারীদের নিরলস পরিশ্রম, অনেক কষ্ট, ত্যাগ ও ধৈর্যের বিনিময়ে এই বিজয় অর্জনে সক্ষম হওয়ায় শিক্ষক-কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই সঙ্গে শিক্ষক আন্দোলনের প্রতি দেশের সর্বস্তরের মানুষের সমর্থন এবং বিশেষ করে সাংবাদিক ও গণমাধ্যমের কর্মীদের সহায়ক ভূমিকার জন্যে শিক্ষক হিসেবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন