বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২
চূড়ান্ত ফল ঘোষণা

রাকসুর নতুন ভিপি জাহিদ, জিএস আম্মার ও এজিএস সাব্বির

গেজেট প্রতিবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় সংসদের সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার। এছাড়াও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

অন্যদিকে আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার ১১ হাজার ৩৮৩ ভোট পেয়ে জিএস পদে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৮৮৩ ভোট। এছাড়াও শিবিরের সালমান সাব্বির এজিএস পদে জয় পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৯৭১, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট।

ভিপি ও এজিএস পদ ছাড়াও বাকি অধিকাংশ পদেই বিজয়ের হাসি ফুটেছে শিবির সমর্থিত প্রার্থীদের মুখে। নিচের পদগুলোর মধ্যে ক্রীড়া সম্পাদক ও বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বাদে বাকি সবগুলোতে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত জাতীয় নারী ফুটবলার নার্গিস খাতুন, আর সহক্রীড়া সম্পাদক হয়েছেন আবু সাঈদ মোহাম্মদ।

সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান, সহসাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম।

মহিলা সম্পাদক সাইয়্যেদা হাফসা, সহমহিলা সম্পাদক সামিয়া জাহান।

তথ্য ও গবেষণা সম্পাদক বি এন নাজমুস সাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ।

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোজাহিদ ইসলাম, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা (স্বতন্ত্র), সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোজাহিদুল ইসলাম সায়েম।

বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান মিয়া লস্কর, সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ নয়ন হোসেন।

পরিবেশ ও সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক মাসুমা ইসলাম মুমু।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ দীপ মাহবুব, মোহাম্মদ ইমজিয়াল হক কামালী, সুজন চন্দ্র ও এবি এম খালেদ।

এছাড়া সিনেট প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন আম্মার, মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা, আকিল বিন তালেব ও সালমান সাব্বির।

ফল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম বলেন, নির্বাচন আয়োজন করতে গিয়ে একের পর বাধারমুখে পড়েছি। এমনও হয়েছে নির্বাচন যেন আর হবে না। কিন্তু উপাচার্য বলেছেন যেভাবেই হোক নির্বাচন হবেই। সে অনুযায়ী ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের সময়ে বিভিন্ন কেন্দ্রে কমিশনের সদস্যরা ঘুরে ঘুরে দেখেছেন শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ দেখেছি। শিক্ষার্থীদের বক্তব্য ছিল, আমরা যেমন নির্বাচন চেয়েছি, ঠিক সেভাবেই হয়েছে।’

তিনি বলেন, নির্বাচন আয়োজনে যদি কোনো সার্থকতা থেকে থাকে সেটি একান্তই শিক্ষার্থীদের। ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত নির্বাচন শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করলাম।

এ সময় তিনি রাকসু নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন