চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে আছে মেয়েরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পরীক্ষায় অংশ নেয়া ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন। মেয়েদের পাসের হার ৬২.৯৭ শতাংশ। অন্যদিকে ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। ছেলেদের পাসের হার ৫৪.৬ শতাংশ।
জিপিএ-৫ অর্জনের দিক থেকেও এগিয়ে আছে মেয়েরা। চলতি বছর ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ৩২ হাজার ৫৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।
এদিকে গত বছরও এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছিল মেয়েরা। সে বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ ছিল। ছাত্রীদের পাসের হার ৭৯ দমশিক ৯৫। ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৬১।
জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও এগিয়ে ছিল মেয়েরা। মোট ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৮০ হাজার ৯৩৩ জন ছাত্রী। আর জিপিএ– ৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৬৪ হাজার ৯৭৮।
খুলনা গেজেট/এএজে

