খুবি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ব্যায়ামাগার উদ্বোধন বুধবার

খুবি প্রতিনিধি

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কটকা স্মৃতিসৌধের পাশে একটি আধুনিক উন্মুক্ত ব্যায়ামাগার (আউটডোর জিম) স্থাপন করা হয়েছে। আগামী বুধবার, বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ব্যায়ামাগারটি উদ্বোধন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করবেন। এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করতে এই ব্যায়ামাগারটি স্থাপন করা হয়েছে। এটি কেবল অ্যাকাডেমিক নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক মানবিক উন্নয়নেও সহায়ক হবে।” তিনি আরও জানান, এই উদ্যোগ ক্যাম্পাসে একটি স্বাস্থ্যসচেতন পরিবেশ তৈরি করবে।

ব্যায়ামাগার সম্পর্কে তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান কবীর জানান, এই উন্মুক্ত জিম শিক্ষার্থীদের জন্য শরীরচর্চার একটি নতুন সুযোগ তৈরি করবে। এটি তাদের সুস্থ ও কর্মঠ রাখতে সাহায্য করবে, যা পড়াশোনার পাশাপাশি সামগ্রিক জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন জিমনেসিয়ামের কাজ শেষ না হওয়া পর্যন্ত এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী হবে।

উন্মুক্ত ব্যায়ামাগারের প্রয়োজনীয়তা অনুধাবন করে ১ম বর্ষের আরেক শিক্ষার্থী আসিফ হাসান আকাশ জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠ সংকট ২৯টা ডিসিপ্লিনের জন্য মাত্র একটি ছোট খেলার মাঠ। তাই আমরা পর্যাপ্ত পরিমাণ খেলাধুলার স্থান পাই না। এদিকে জিমনেসিয়ামের কাজও অনেক ধীরগতিতে চলছে। তাই ছোট পরিসরে হলেও এই উন্মুক্ত ব্যামায়াগারটি আমাদের মানসিক চাপ ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন