খুলনাসহ ৯ পলিটেকনিকে মেক-আপ কোর্স চালু

গেজেট প্রতিবেদন

দেশের নয়টি পলিটেকনিক ইনস্টিটিউটে ইমার্জিং টেকনোলজির শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে মেক-আপ কোর্স। মূল টেকনোলজির সঙ্গে অন্তত ৬৫ শতাংশ মিল না থাকলে সমতুল্যতা সনদ পেতে এই কোর্স সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীরের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইমার্জিং টেকনোলজি শিক্ষার্থীদের মূল টেকনোলজির সমতুল্যতা সনদ দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২১ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পুনর্বিন্যাসকৃত টেকনোলজির আওতায় পড়া বিষয়গুলোর অন্তত ৬৫ শতাংশ মিল থাকলে শিক্ষার্থীরা সরাসরি সমতুল্যতা সনদ পাবেন। আর মিল না থাকলে নির্ধারিত মেক-আপ কোর্স সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেক-আপ কোর্স চালু থাকা নয়টি পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। এছাড়া রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটেও টেকনোলজি থাকা সাপেক্ষে কোর্সটি চালানো যাবে।

এতে আরও বলা হয়, প্রতিটি টেকনোলজির প্রতি ব্যাচে সর্বোচ্চ ৪০ জন এবং ন্যূনতম ১০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সমতুল্যতা সনদ পাওয়া সম্ভব হবে না বলেও জানানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন