সানচোন ইউনিভার্সিটির সঙ্গে গোবিপ্রবির একাডেমিক সহযোগিতার চুক্তি

গোবিপ্রবি প্রতিনিধি

একাডেমিক সহযোগিতা ও গবেষণায় অগ্রগতির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির (SCNU) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. বিয়ং-উন লি স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে গবেষণা পরিচালনা; শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়; যৌথ শিক্ষা কার্যক্রম ও দ্বৈত ডিগ্রি প্রদান এবং গবেষণা উপকরণ, একাডেমিক প্রকাশনা ও তথ্য বিনিময় করা হবে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক এবং সানচোন ন্যাশনাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক অভিজিৎ বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় হওয়া এই সমঝোতা চুক্তিটি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। যা উভয় পক্ষের সম্মতিতে নবায়নযোগ্য।

সমঝোতা স্মারক স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান ও ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সভাপতি ড. নিয়াজ আল হাসান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন