শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২
বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

ঈদ-উল আযহা উপলক্ষে খুবিতে ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে আগামী ২৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে আগামী ৯ আগস্ট রোববার পুনরায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। রেজিস্ট্রার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বুধবার দুপুরে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কালজয়ী মুজিব এর বেদী সংলগ্ন এলাকায় তিনি একটি কাঠ গোলাপের চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, প্রফেসর ড. মোঃ ইফতেখার শামস, প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, কর্মকর্তাদের মধ্যে এস এম আতিয়ার রহমান, হাওলাদার আলমগীর হাদী, কৃষ্ণপদ দাস, মোঃ শামীম-ই জামানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন