Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুবিতে ‘ফোর্থ ন্যাশনাল ডিবেট কম্পিটিশন ২০২৫’ শুরু হচ্ছে আগামীকাল

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামী ২২ আগস্ট (শুক্রবার) থেকে দুই দিনব্যাপী ‘ফোর্থ ন্যাশনাল ডিবেট কম্পিটিশন ২০২৫’ শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাব নৈয়ায়িক-এর আয়োজনের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের বিতার্কিকরা অংশগ্রহণ করবেন। আয়োজকরা জানিয়েছেন, তরুণ সমাজকে যুক্তিবাদী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সমসাময়িক, সামাজিক, রাজনৈতিক ও নৈতিক নানা ইস্যুতে যুক্তি-তর্ক উপস্থাপন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত থাকবেন এবং প্রতিযোগিতা শেষে ২৩ আগস্ট বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপন অনুষ্ঠিত হবে।

এবার বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজলাল কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, প্রাইম বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ অংশগ্রহণ করছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন