খানজাহান আলী থানাধীন তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (এইচএসটিটিআই)-এ কলেজ শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এইচএসটিটিআই’র অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মো. হুমায়ুন কবির।
প্রতিষ্ঠানের অতিরিক্ত পরিচালক ও পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ মোহতাশামুল হকের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক ও কোর্স সমন্বয়ক মুহাম্মাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপপরিচালক (ইনসিটু) ও প্রধান কোর্স সমন্বয়ক প্রফেসর এস এম শওকত হোসেন, উপপরিচালক (ইনসিটু) প্রফেসর ড. প্রদীপ কুমার মন্ডল এবং সহকারী পরিচালক মুহাম্মাদ আব্দুল্লাহ।
৪০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে খুলনা বিভাগের ১০টি জেলার ৫০টি কলেজের মোট ৮৮ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। তাঁরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, পৌরনীতি ও সুশাসন এবং আইসিটি দক্ষতা ও নেতৃত্ব বিকাশ বিষয়ে পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ নেবেন।
আগামী ২৫ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ প্রশিক্ষণ কোর্স।
খুলনা গেজেট/এসএস