Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জাবিতে বোরকা নিয়ে কটূক্তির অভিযোগ বামপন্থী নেত্রীর বিরুদ্ধে

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী এক নেত্রীর বিরুদ্ধে বোরকা নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগ দিয়েছেন একদল শিক্ষার্থী। গত শুক্রবার (১৮ জুলাই ) রাতে সামাজিক মাধ্যমে বোরকা নিয়ে এক পোস্টকে কেন্দ্র করে এ অভিযোগ দেওয়া হয়। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগটি দায়ের করা হয়।

অভিযুক্ত নেত্রী হলেন সোমা ডুমরি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ বিপ্লবী ছাত্রমৈত্রী জাবি শাখার সংগঠক।

গত শুক্রবার (১৮ জুলাই) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সোমা ডুমরি লেখেন, “কারো কাছে বোরখা থাকলে ধার দেন, জান্নাতের টিকিটটা কনফার্ম করা দরকার।”

তার এ পোস্ট প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে বিবেচনা করে ক্ষোভ প্রকাশ করেন।

পরে এক ব্যাখ্যামূলক পোস্টে অভিযুক্ত বামপন্থী নেত্রী সোমা লেখেন, “রাতে একখান উগ্র ধর্মীয় মৌলবাদি গোষ্ঠীর সমাবেশের প্রেক্ষাপটে পোস্ট করেছিলাম। সকালে দেখি অনেকে মব তৈরি করতে বসেছে। বোরখা ধার চেয়ে নাকি ধর্ম অবমাননা করে ফেলেছি।”

তিনি ফেসবুক পোস্টে আরও বলেন, “পোস্ট ডিলিট দিয়েছি, ভাববেন না ভয় পেয়েছি। শুধু এত কমেন্টের রিপ্লাই দেওয়ার শক্তি নেই।”

অভিযোগ পত্রে বলা হয়, সোমা ডুমরি গত শুক্রবার ধর্মীয় পোশাক নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়। পরে পোস্টটি ডিলিট করে নতুন একটি পোস্টে অশালীন ভাষা ব্যবহার করে। তার বক্তব্য ধর্মের প্রতি অবমাননাকর এবং উগ্র চিন্তাধারার পরিচায়ক। বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় সহনশীল পরিবেশ রক্ষায় প্রশাসনের উচিত তাকে জবাবদিহিতার আওতায় আনা।

ধর্মীয় উদ্দেশ্যে কিছু বলেননি দাবি করে অভিযুক্ত সোমা ডুমরি বলেন, আমি জামায়াতের একটি সমাবেশকে কেন্দ্র করে কটাক্ষ করেই পোস্টটি করেছিলাম। সেখানে বলা হয়েছিল, সমাবেশে গেলে জান্নাতের চাবি পাওয়া যাবে। আমি সেই প্রেক্ষাপটেই বলেছিলাম বোরখা ধার দেওয়ার কথা। । তবুও কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি। এটি একটি সেন্সিটিভ ইস্যু। উপাচার্য বরাবর বিষয়টি হস্তান্তর করা হবে। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন