Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

গোপালগঞ্জে কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত

গেজেট ডেস্ক

গোপালগঞ্জে কারফিউ জারির কারণে বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। শুধুমাত্র গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্যই এ সিদ্ধান্ত কার্যকর হবে। দেশের অন্যান্য সকল জেলার শিক্ষার্থীদের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে— জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামীকাল সকালে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। বিকেলে অন্যান্য কিছু বিষয়ের পরীক্ষা থাকলেও গোপালগঞ্জে ওই সময় কোনো পরীক্ষা ছিল না। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জে স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এর আগে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যার পর গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করে জেলা প্রশাসন। এই পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বোর্ড।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন