Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রাবি প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত

গেজেট ডেস্ক

৯ দফা দাবির মধ্যে ৪ দফা দাবি মেনে নেওয়া এবং বাকি ৫ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়াই আন্দোলন স্থগিত করেছে রাবি সংস্কার আন্দোলন। রোববার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সালাউদ্দিন আম্মার।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ও উপ-উপাচার্য (প্রসাশন) অধ্যাপক মাইন উদ্দীন খান ক্যাম্পাসে না থাকাই ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) মোহা ফরিদ উদ্দীন খান এই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ সময় তিনি বলেন, আমাদের চারটা দাবি প্রশাসন এই মাসের মধ্যে এই তারিখের মধ্যে করবে বলে ডেট দিয়েছেন। রোল বিহীন খাতা মূল্যায়ন ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে চালু হবে, সপ্তাহে সাত দিন কার্যকর নিরাপত্তা ব্যবস্থা অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হবে, প্রশাসনের সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক এটা অলরেডি শুরু হয়ে গেছে এবং রাকসুর পূর্ণাঙ্গ তফসিল ৩০ জুনের মধ্যে প্রকাশ করবেন বলে জানিয়েছেন তারা।

তিনি আরো বলেন, আমাদের যে আরো পাঁচটা দাবি আছে যেহেতু দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা আমরা কোন মৌখিক না, আমরা লিখিত রোড ম্যাপ চাই। আমরা আজকেই চেয়েছিলাম কিন্তু উপাচার্য না থাকাই তা হয়নি। তারা সময় চেয়েছেন। আমরা সাত দিন সময় দিয়েছি তাদেরকে।

এর আগে বেলা ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন রাবি সংস্কার আন্দোলন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন