Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কু‌য়ে‌টের অচলাবস্থা কাটা‌তে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক 

টানা চার মাস ধরে চলা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র শিক্ষা কার্যক্রমের অচলাবস্থা নিরসনে এবং আর্থিক কার্যক্রম দ্রুত সচল করতে করণীয় নির্ধারণ সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৫ জুন) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাইন্স এন্ড হিউম্যানিটিস বিভাগের ডীন প্রফেসর ড. আবুল কালাম আজাদ।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আভ্যন্তরীণ সদস্যবৃন্দু , সকল ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্টার, কন্ট্রোলার, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (ইআইএএ)।

সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এবিএম মামুনুর রশিদ খুলনা গেজেটকে বলেন, সভায় বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কিভাবে দ্রুত সচল করা যায়, শিক্ষা কার্যক্রম কিভাবে দ্রুত শুরু করা যায় এসব সার্বিক বিষয় নিয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় থেকে একটি টিম শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য ঢাকায় যাবে। ওই টিমে বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, ইনস্টিটিউট পরিচালক, সিন্ডিকেট সদস্য এবং রেজিস্টার থাকবেন। রেজিস্টার মহোদয়ের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর এটা হবে। আগামীকাল না হলেও পরশু টিমটি ঢাকায় যাবে। এতোটুকু সিদ্ধান্ত হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন