Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কুয়েটের ভারপ্রাপ্ত ভিসি’র দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব গ্ৰহণ করেছেন অধ্যাপক ড. মোঃ হযরত আলী। আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর সকাল পৌনে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, পরিচালক, হল প্রভোষ্ট, দপ্তর প্রধানদের সঙ্গে সমন্বয় সভা করেন ভারপ্রাপ্ত ভিসি।

গত ১ মে কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী। শুক্রবার (২ মে) রাতে তিনি কুয়েটে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

জানা যায়, অধ্যাপক ড. মোঃ হযরত আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। কুয়েট থেকে তিনি পুরকৌশল বিষয়ে গ্র্যাজুয়েশন লাভ করেন।

 

খুলনা গেজেট/এনএম/লিপু 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন