Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুবি সাংবাদিক সমিতির নির্বাচন ২৮ এপ্রিল

গেজেট ডেস্ক  

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৫ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. খসরুল আলম, সহকারী নির্বাচন কমিশনার গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাজিদুল ইসলাম ও ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানা হয়, ২৩ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ, ২৪ এপ্রিল দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ২৭ এপ্রিল দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা এবং বিকাল সাড়ে ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ভোট গ্রহণ শুরু হবে সোমবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায়। একই দিনে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এর মধ্য দিয়ে পঞ্চম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন