Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে গোবিপ্রবিতে মানববন্ধন

গোবিপ্রবি প্রতিনিধি

কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে ও ভিসির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় কুয়েট ভিসির পদত্যাগের দাবীতে বিভিন্ন ধরনের স্লোগান দেয় মানববন্ধনকারীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফার্মেসী শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, ফিনান্স বিভাগের মোহাম্মদ আলী তোহা, বিএমবি বিভাগের শিক্ষার্থী মঈনউদ্দীন খান সিফাত প্রমুখ।

এসময় তারা বলেন, আওয়ামী লীগের মত নব্য ফ্যাসিস্টের রূপ নিয়ে কুয়েট ভিসি ৩৭ জন শিক্ষার্থীকে বহিস্কার করেছে। ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে অথচ বর্তমান সরকার ও শিক্ষা উপদেষ্টা চোখে কালো কাপড় বেঁধে রয়েছে। এই ভিসির অপসারন না হওয়া পযর্ন্ত কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলন চালিয়ে যাবে গোবিপ্রবির শিক্ষার্থীরা।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন