Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভিসি’র সমর্থনে কুয়েট কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ভিসি’র সমর্থনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সকল কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা পৌনে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ‘দূর্বার বাংলা’ পাদদেশে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার। মানববন্ধনে বক্তৃতা করেন কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী, সাবেক সভাপতি মোঃ ইমদাদ মোড়ল, মাস্টারোল কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল হালিম প্রমূখ।

গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কুয়েটে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করে ১৩ ই এপ্রিল আবারও কুয়েট ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরিকারী কতিপয় শিক্ষার্থীর বিরুদ্ধে সকল কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আপনারা আলোচনার টেবিলে বসুন, আলোচনা করুন, সমাধান করুন, এই ভার্সিটি যেন সুন্দরভাবে চলে। বিশ্বের কাছে যাতে এই ভার্সিটির শিক্ষার্থীরা মাথা উঁচু করে পরিচয় দিতে পারে, এই বলে যে আমরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মত একটি স্বনামধন্য ভার্সিটির স্টুডেন্ট।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন