শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

৪৬তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য ৪৪তম মৌখিক স্থগিত

গেজেট ডেস্ক

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের সুবিধার্থে ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বছরের মে ও জুন মাসে যেসব প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত ছিল, শুধুমাত্র তাদের পরীক্ষাগুলো স্থগিত থাকবে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাদের মে-জুন মাসে ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষার শিডিউল রয়েছে, তাদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে।

পিএসসি আরও জানিয়েছে, ১৬ জুনের পর দ্রুততম সময়ে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো আন্দোলনে নেমেছেন একদল চাকরিপ্রার্থী। টানা তিনদিন ধরে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে তারা বিক্ষোভ-সমাবেশ করে যাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে আজ জরুরি সভায় বসে কমিশন। তবে এখন পর্যন্ত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা না পেছানোর সিদ্ধান্তেই অটল রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন