Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জুলাই বিপ্লবের ইতিহাস যুক্ত হচ্ছে ইবির পাঠ্যসূচিতে

গেজেট ডেস্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঠ্যসূচিতে জুলাই বিপ্লব-২০২৪ এর ইতিহাস অন্তর্ভুক্ত করা জন্য সব বিভাগকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, জুলাই বিপ্লব-২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক একটি চিত্র। চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন শুধু দাবি পূরণের লড়াই ছিল না; ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বিপ্লব। এ বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, শিক্ষা মন্ত্রণালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সব বিভাগের পাঠ্যসূচিতে জুলাই বিপ্লব-২০২৪ এর ইতিহাস অন্তর্ভুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এর আগে এক ফেসবুক পোস্টে জুলাই বিপ্লবের ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট।

পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজসহ ইতিহাসমূলক কোর্সে একটি পরিবারের ইতিহাস পড়ানো হতো। ছাত্র-জনতার আন্দোলনের পর এখনও সেমক ইতিহাসই পড়ানো হচ্ছে। পাঠ্যসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আমরা চাই পাঠ্যসূচিতে থাকা বিকৃত ইতিহাস পরিবর্তন করে জুলাই বিপ্লবকে যুক্ত করে একটি নিরপেক্ষ ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হোক।

খুলনা গেজেট/ টিএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন