শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

জাতীয় বিশ্ব‌বিদ্যালয়ের উপাচার্যকে হুম‌কির নিন্দা ও প্রতিবাদ

গেজেট ডেস্ক

প্রতিবাদ ও নিন্দা

দে‌শের বি‌শিষ্ট সমাজ‌বিজ্ঞানী, গ‌বেষক, ব‌রেণ‌্য শিক্ষাবিদ জাতীয় বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহকে অজ্ঞাত দুষ্কৃতকারী কর্তৃক টে‌লি‌ফো‌নে হত‌্যার হুম‌কি প্রদান ক‌রেছে। উপাচার্য যখন জাতীয় বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সংস্কার কার্যক্রম ও সকল প্রকার বৈষম‌্য দূরীকর‌ণের পদ‌ক্ষেপ, বিশ্ব‌বিদ‌্যল‌য়ের অভ‌্যন্তরীণ দুর্নী‌‌তি রোধ, বিগত সম‌য়ের দুর্নী‌তির শ্বেতপত্র প্রকা‌শের সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের অ‌ধিভুক্ত ক‌লেজ গভ‌র্ণিং ব‌ডি গঠন সহ বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সা‌র্বিক উন্নয়‌নে দিন রাত কাজ ক‌রে যা‌চ্ছেন, ‌ঠিক তখনই এক‌টি স্বার্থা‌ন্বেষী মহল উপাচার্যের এ সকল কার্যক্রমকে বাধাগ্রস্থ করার চেষ্টা চালা‌চ্ছে।

শহীদ সোহরাওয়ার্দী ক‌লেজ, খুলনার সভাপ‌তি জিয়াউর রহমান, অধ‌্যক্ষ এবং ক‌লে‌জের সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী এই ধর‌ণের হুম‌কির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি‌য়ে‌ছেন। – খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন