শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঢাবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

গেজেট ডেস্ক

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বুধবার (১৭ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের শিক্ষার্থীদের আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।

এর আ‌গে সকা‌লে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জরুরি সিন্ডিকেট সভা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি মিটিং করেন তারা। প্রায় ঘণ্টাখানেক মিটিং করলেও সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পরে বৈঠক শেষে বেরিয়ে আসেন সিন্ডিকেট সদস্যরা।

এদিন সকাল থেকেই রেজিস্ট্রার ভবন এলাকায় প্রবেশ করতে দেয়া হয়নি সংবাদকর্মীদের। বৈঠক শেষে পুলিশ ও বিজিবির পাহারায় রেজিস্ট্রার ভবন থেকে উপাচার্যের বাসভবনে প্রবেশ করেন সদস্যরা।

সেখানে দ্বিতীয় দফায় বৈঠক ক‌রে বিশ্ববিদ‌্যালয় ব‌ন্ধের এই সিদ্ধান্ত জানানো হয়।

 

খুলনা গেজেট/কেডি/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন