শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

খুবিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বিজয় তোরণের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে মোমবাতি প্রজ্বলন করেন তারা।এর আগে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহিদ তাজ উদ্দিন আহমেদ প্রশাসন ভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন