শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে অন্যতম শীর্ষে খুবি

অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়

মর্যাদাপূর্ণ টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪ এ বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থান দখল করছে খুলনা বিশ্ববিদ্যালয়। বৈশ্বিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয় ১২০১-১৫০০তম এবং এশিয়ার ভিতরে ৫০১-৬০০তম অবস্থানে রয়েছে।

এই নিয়ে দ্বিতীয়বার টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং এ নাম উঠে আসলো খুবির।বুধবার (১লা মে) প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশিত হয়।শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি মোট ৫টি বিষয়ের উপর ভিত্তি করে করা গ্লোবাল ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং এ খুলনা বিশ্ববিদ্যালয় অর্জন করছে যথাক্রমে ১৭%, ৯.৫%,৪৬.৯%, ১৭.১%, ৪৩.৭%। এছাড়াও দেখানো হয়েছে কর্মী প্রতি শিক্ষার্থী সংখ্যা ১৩.৯%, ছাত্র ছাত্রীর অনুপাত ৫৭:৪৩, শিক্ষার্থী (FTE)৬৯৯৭,ISR প্রকাশনার অনুপাত ২৭%।
এবারে বাংলাদেশের মাত্র ৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে গ্লোবাল র‍্যাঙ্কিংএ ।যার ভিতর ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,এবং ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় (ব্রাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়)।
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. খান গোলাম কুদ্দুস বলেছেন,” টাইমস হায়ার এডুকেশন গ্লোবাল ইউনিভার্সিটি তালিকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, প্রকাশনা, অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধন করছে।এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অতিদ্রুত খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ।”
উল্লেখ্য এবারের র‍্যাঙ্কিং এ মোট ১০৮ টি দেশ ও অঞ্চলের ১৯০৬টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।এবং এশিয়ার 31টি অঞ্চলের 739টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।
খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন