শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মিলিটারী কলেজিয়েট স্কুলে বিআরটিসি বাস সার্ভিজের উদ্বোধন

ফুলতলা প্রতিনিধি

ভূমি মস্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ফুলতলাস্থ মিলিটারী কলেজিয়েট স্কুল খুলনা প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সাথে আধুনিক শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সব সময়ই ভালো ফলাফল অর্জন করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দেশের মধ্যে সুনাম অর্জনে সক্ষম হয়েছে। বিআরটিসির বাস সার্ভিস শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসার ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রবিবার (২১ এপ্রিল) বেলা ১১ টায় ফুলতলাস্থ মিলিটারী কলেজিয়েট স্কুল (এমসিএসকে) এর বঙ্গবন্ধু কমপ্লেক্সে অনুষ্ঠিত বিআরটিসি বাস সার্ভিজ এবং উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এমসিএসকে’র অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দীন এএফডব্লিউসি, পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ শফিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আল বিরুনী, উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, খুলনার নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, ওসি মোঃ রফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন