শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ঈদের ছুটি শেষে খুবি খুলছে রবিবার

গেজেট ডেস্ক

পবিত্র জুমাতুল বিদা, শব-ই-ক্বদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় আগামী ২১ এপ্রিল (রবিবার) খুলছে। এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ গত ১৫ এপ্রিল সকাল ৬টা থেকে খুলে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরেছেন।

উল্লেখ্য, গত ০৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন