শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

‘দেশ গড়তে শিক্ষা চাই, কারিগরি শিক্ষার বিকল্প নাই’

গেজেট ডেস্ক

রাজধানীর রামপুরার আমদা ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ১ম পর্বে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান গতকাল বুধবার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইন্সটিটিউটের চেয়ারম্যান আফজাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান এবং বিশেষ অতিথি ছিলেন আমদা ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির শিক্ষা অনুরাগী সদস্য মোহাম্মদ নাদিম আখতার।

অনুষ্ঠানে নবাগত সকল ছাত্র-ছাত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করার বিষয়ে ভুমিকা রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আমদা ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ প্রকৌঃ মোঃ মোস্তফা কামাল।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন