Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইবি’র নতুন উপাচার্য ড. শেখ আব্দুস সালাম

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত ) ড. শেখ আব্দুস সালামকে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

আগামী চার বছর বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তবে, রাষ্ট্রপতি চাইলে এর আগেই তার নিয়োগ বাতিল করতে পারবেন।

তিনি তার বর্তমান পদে সমপরিমানে বেতন-ভাতা পাবেন এবং ভিসি হিসেবে অন্যান্য সুবিধা ভোগ করতে পারবেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম জানান, সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।

এর ফলে, বিশ্ববিদ্যালয়টির ১৩তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন ড. শেখ আব্দুস সালাম।

এর আগে, দীর্ঘদিন শূন্য থাকার পর ২০১৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশীদ আসকারী।

তথ্যমতে, গত ২০ আগস্ট শেষ হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারীর মেয়াদ। সে হিসেবে এক মাসেরও বেশি সময় ধরে শূণ্য বিশ্ববিদ্যালয়টি শীর্ষ এ পদটি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ প্রদান করায় বিভিন্ন সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, সহ-সভাপতি অধ্যাপক মো. বজলুল রহমান, শেখ আফজাল হোসেন, হোসনেয়ারা মিলি, সাধারণ সম্পাদক হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক এম,এ সবুর রানা, আবুল কালাম আজাদ, সরদার বোরহান উদ্দিন, প্রভাষক গোলাম ইয়াছিন, প্রভাষক রূপচাঁদ বিশ্বাস, মিলন মন্ডল, আমিনুল ইসলাম নান্টু, কৃষ্ণা রানী দে, পার্থ প্রতীম ঠাকুর, অশেষ রায় পল্টু, সন্জিত মন্ডল সোনা, মল্লিক মোতাহার হোসেন প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, মোংলা- ঘোষিয়াখালী চ্যানেলে রক্ষা সংগ্রাম সমন্বয় কমিটি, প্রেসক্লাব রামপাল, রামপাল উপজেলা মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংগঠন।

খুলনা গেজেট /এমএম/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন