শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

সড়ক দুর্ঘটনায় চবি’র সহযোগি অধ্যাপক নিহত

গেজেট ডেস্ক

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক আফতাব হোসেন মারা গেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটের রাস্তায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন এক শিক্ষক। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন