শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

বৃহস্প‌তিবার থেকে খুবি’র অফিস ৯টা থেকে ৪টা

‌নিজস্ব প্রতি‌বেদক

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি প্রজ্ঞাপন, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির পত্রের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিস সময় পুনঃনির্ধারণে এক মতবিনিময় সভা আজ ২৪ আগস্ট (বুধবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

সভায় সরকারি উল্লিখিত প্রজ্ঞাপন ও পত্রের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনান্তে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়।

আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকেই নতুন এ সময়সূচি কার্যকর হবে।

সভায় অফিস সময়সূচি ছাড়াও আগামী মাস থেকে ই-নথি প্রচলনের জন্য প্রাক-প্রস্তুতি, মাস্টার্সে ভর্তির অভিন্ন ক্যালেন্ডারসহ কয়েকটি একাডেমিক বিষয় নিয়েও আলোচনা হয়।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, পরিচালক ও প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে তাঁর অনুভূতি ব্যক্ত করেন।

সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন