শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যশোর শিক্ষাবোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের (বিদ্যালয়) পরিদর্শক হিসেবে যোগদান করেছেন সরকারি সিটি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম। বুধবার দুপুরে যোগদান উপলক্ষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কনফারেন্স রুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহীন আহমেদকে বিদায় ও নবাগত বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামকে বরণ করে নেয়া হয়।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আব্দুল খালেক সরকার, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আশরাফুদৌলা, শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক কেএম রব্বানী, নবাগত বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, সরকারি এমএম কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আর এম জাকারিয়া, শিক্ষাবোর্ড কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আশাফুদৌলা টিটো ও শিক্ষাবোর্ড সিবিএ সভাপতি আব্দুল মান্নান। এসময় শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ যশোর সরকারি এম এম কলেজ, সরকারি সিটি কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন