বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

জাবিসাসের সাধারণ সম্পাদক হলেন খুলনার আজাদ

গেজেট ডেস্ক

সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আলকামা আজাদ
সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আলকামা আজাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২২ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খুলনা জেলার কয়রা উপজেলার সন্তান আলকামা আজাদ।

শনিবার (২৮ মে) সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।

পরে দুপুর দেড়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান।

আলকামা আজাদ খুলনা সরকারি বিএল কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা করছেন। পাশাপাশি তিনি ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।

এ ছাড়া কার্যকরী পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন সভাপতি দৈনিক আজকের পত্রিকার বেলাল হোসেন, সহসভাপতি মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল (দৈনিক ইত্তেফাক), যুগ্ম-সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শাহাদাত হোসেন (নিউ এইজ), কোষাধ্যক্ষ বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের ইমরান হোসাইন (মানবজমিন), দপ্তর ও প্রকাশনা সম্পাদক সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের ফারুক হোসেন (দেশ রূপান্তর)।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মেহেদি মামুন (দ্য নিউ নেশন), একই ব্যাচের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের আব্দুর রহমান খান সার্জিল (নিউজবাংলা২৪.কম) এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আব্দুল মান্নান (সময় ট্রিবিউন) নির্বাচিত হয়েছেন। এ বারের নির্বাচনে দুইটি প্যানেলে সাতটি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, জাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন এবং ইতিহাস বিভাগের অধ্যাপক আনিছা পারভীন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন