বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ফল-২০২২ সেমিস্টারের ভর্তি ফেয়ার শুরু

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ফল-২০২২ সেমিস্টারের ভর্তি ফেয়ার শুরু হয়েছে।

মঙ্গলবার(১৭ মে) সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে একাডেমিক ভবন-১ এ ফিতা কেটে এই ফেয়ারের উদ্বোধন করা হয়। ফিতা কেটে ফেয়ারের উদ্বোধন করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, লিবারেল অব আর্টস এন্ড হিউম্যান সায়েন্স ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. গাজী আব্দুল্লা হেল বাকী, রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডঃ নাসিম আহমেদ, প্রক্টর শেখ মাহরুফুর রহমান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্রনাথ দত্ত, সহকারি রেজিস্ট্রার ড. শাহিদা খানম ও কর্মকর্তাবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন