বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

মেডিক্যাল-ডেন্টাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

গে‌জেট ডেস্ক

২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ এপ্রিল এমবিবিএস এবং ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভর্তি কমিটির এক সভায় সম্ভাব্য একটি সময়সীমা দেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল এমবিবিএস ও ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, সিদ্ধান্তটির এখনো কোন অফিস অর্ডার আসেনি।

গত বছর ২ এপ্রিল সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন