শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

যবিপ্রবি র‌্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় : উপাচার্য 

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে ভার্চ্যুয়াল পদ্ধতিতে ২০২০-২১ সেশনে ভর্তি শিক্ষার্থীদের এ ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।

ওরিন্টেশনে প্রধান অতিথির বক্তব্য দেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। তিনি বলেন, যবিপ্রবি সম্পূর্ণ র‌্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন, যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ডক্টর মেহেদী হাসান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়াউল আমিন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিনের পক্ষে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. তানভীর ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. সুমন চন্দ্র মোহন্ত, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মামুন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব।

ওরিয়েন্টেশন পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আলম হোসেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন