শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

২০২২ সালে থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম : শিক্ষামন্ত্রী

গেজেট ডেস্ক

১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া সম্পন্ন হলে ২০২২ সালে থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে। এমন আশার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৭ নভেম্বর) রাজধানীর টিকাটুলির শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও শেখ রাসেল কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের টিকা কার্যক্রম নির্বিঘ্ন করতে কেন্দ্র ও বুথ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছে বর্তমান সরকার। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, বিজ্ঞানমনস্ক ও মানবিক গুণাবলীসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে এই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে। নতুন পাঠ্যক্রমের আরেকটি উদ্দেশ্য হচ্ছে শিক্ষা হবে আনন্দময়।

সারাক্ষণ পরীক্ষার ভয় আর অনেক অনেক বইয়ের চাপ শুধু যেন না হয়। বিশাল সিলেবাসের পরীক্ষা আর হবে না। সারা বছরে স্কুলে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

এ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এ সময় ধর্মান্ধরাই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ও নারীদের অগ্রগতিতে বাধা দেয় বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন