Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় বি‌দেশী পিস্তল ও গু‌লিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

বি‌দেশী পিস্তল ও গু‌লিসহ র‌বিউল সরদার না‌মে এক ব্যক্তি‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব। শ‌নিবার রাত ১০ টার‌ দি‌কে তাকে শি‌রোম‌নি লিন্ডা ক্লি‌নি‌কের সাম‌নে থে‌কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার র‌বিউল ফুলতলা উপ‌জেলার দা‌মোদর গ্রামের ছাত্তার সরদা‌রের ছে‌লে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানতে পা‌রে যে খানজাহান আলী থানা এলাকায় ক‌তিপয় ব্যক্তি মাদকদ্রব‌্য ক্রয় বিক্রয়ের উ‌দ্দেশ্যে আবস্থান কর‌ছে। এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে তারা খানজাহান আলী থানা এলাকার লিন্ডা ক্লি‌নি‌কের সাম‌নে অভিযান চালায়। এসময় ব‌রিউল সরদার‌কে আটক কর‌তে সক্ষম হয়। প‌রে তার কাছ থে‌কে র‌্যাব এক‌টি বি‌দেশী পিস্তল, এক‌টি ম্যাগ‌জিন, পাঁচ রাউন্ড গু‌লি, দুই‌টি মোবাইল ফোন ও দুই‌টি সিমকার্ড উদ্ধার ক‌রে। এ ব্যাপা‌রে থানায় মামলার প্রস্তু‌তি চলছে ব‌লে জানা গে‌ছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন