বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পর্যাপ্ত সহিষ্ণুতা আছে: প্রেস সচিব

গেজেট প্রতিবেদন

রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পর্যাপ্ত সহিষ্ণুতা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমরা মনে করছি- রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট সহিষ্ণুতা আছে। তবে অবশ্যই এক-দু’টি আইসোলেটেড (বিচ্ছিন্ন) ঘটনা ঘটছে, আমরা সেটি অস্বীকার করছি না। তবে এবারের নির্বাচন পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই শান্ত।

শফিকুল আলম বলেন, নির্বাচনি ক্যাম্পেইন (নির্বাচনি প্রচারণা) শুরু হয়েছে ২২ জানুয়ারি। আজ পর্যন্ত পুলিশের হিসাবে মারা গেছেন চারজন। আগের নির্বাচনগুলোর সঙ্গে এর তুলনা করলে সহিংসতা অনেক কম।

বিগত নির্বাচনগুলোর সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির আগের নির্বাচনে সহিংসতায় ১১৫ জন নিহত হয়েছিলেন। সেই তুলনায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক দলগুলো যথেষ্ট সহিষ্ণু আচরণ করছেন, ভালো ক্যাম্পেইন করছেন। পাশাপাশি আচরণবিধিও তারা মেনে চলছেন। আমরা আশা করছি, আগামী দিনগুলোয় নির্বাচনি মোতায়েনের পর পরিস্থিতির আরও উন্নতি হবে, ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপ-প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, শেরপুরের শ্রীবরদীতে জামায়াত নেতাকে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হবে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢালাওভাবে গ্রেপ্তার অভিযান না করে, যারা ঘটনার জন্য প্রকৃতভাবে দায়ী তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যেন গ্রেপ্তার করা হয়, সেজন্য পুলিশ খুব নিবিড়ভাবেই ঘটনার তদন্ত করছে। যাতে কেউ যেন হয়রানির শিকার না হয়, কিন্তু প্রকৃত অপরাধীরা যাতে কোনোভাবেই ছাড় না পায়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন