মঙ্গলবার । ২৭শে জানুয়ারি, ২০২৬ । ১৩ই মাঘ, ১৪৩২

সনদ জালিয়াতি করে চাকরি, ৩ বিসিএস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

গেজেট প্রতিবেদন

সনদ জালিয়াতি করে চাকরি নেয়ায় বিসিএস ৩৮ ব্যাচের দুজন ও ৪১ ব্যাচের একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

দুদকের মামলার তালিকায় থাকা ওই কর্মকর্তারা হলেন—৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (রেজি. নম্বর-০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর-১১০৬৬২৯৬) এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর-০৮২৮১৪)।

জালিয়াতির মাধ্যমে স্নাতকের সনদ প্রস্তুতপূর্বক পাবলিক সার্ভিস কমিশনে দাখিল করে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে সনদ যাচাই করে দেখা যায় যে, তাদেরর সনদটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা। এ অপরাধের প্রেক্ষিতে দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধির আলোকে তার বিরুদ্ধে মামলা রুজু করার জন্য কমিশন কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে।

সূত্র জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ জালিয়াতি করে পিএসসিতে জমা দেয়ার অভিযোগ দীর্ঘদিনের। ইতোমধ্যে পিএসসির নিজস্ব তদন্তে এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। ওই প্রতিষ্ঠানের সুপারিশের আলোকেই দুদক এখন আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে। অনুসন্ধান প্রতিবেদন বলছে, অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ প্রস্তুত করে বিসিএসে আবেদন করেছিলেন। পরবর্তীতে সনদ যাচাই করে দেখা যায় যে, আবেদনকালে দাখিল করা সেসব সনদ ছিল জাল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন