শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

গেজেট প্রতিবেদন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে তার বড় ভাই ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে দোয়া ও মোনাজাত শেষে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি, জাহিয়া ও জাফিয়া রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৫ সালের এই দিনে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। রাজনৈতিক টানাপড়েনের বাইরেও দুই ভাইয়ের মধ্যকার ব্যক্তিগত সম্পর্ক সবসময়ই বেশ নিবিড় ছিল বলে জানা যায়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন