রাজধানীর নতুন বাজার এলাকায় একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ফায়ার সার্ভিস আগুন লাগা মার্কেটটির নাম জানাতে পারেনি। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টা ১৮ মিনিটে এ আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, আজ রাত ৮টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর নতুন বাজারে একটি মার্কেটে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের চারটি ইউনিট যায়। বর্তমানে আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও তাদের কাছে আসেনি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
নতুন বাজারে আগুন লাগা মার্কেটটির নাম জানতে চাইলে মো. শাহজাহান বলেন, আমাদের কাছে শুধু একটি মেসেজ এসেছে যে, ওইখানে একটি মার্কেটে আগুন লেগেছে, মার্কেটটির নাম আমরা এখনো জানতে পারিনি।
খুলনা গেজেট/এএজে

