গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি পাটের গুদাম। এতে পুড়ে গেছে ১ হাজার ৭৭৫ মন পাট। এ ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আজ শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে মুকসুদপুর উপজেলা সদরের টিএনটি অফিসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদি হাসান জানান, টিএনটি অফিসের পাশের পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মুকসুদপুর এবং কাশিয়ানী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ততক্ষণে এ অগ্নিকাণ্ডে পাট ব্যবসায়ী সুনীল সাহার গোডাউনে রাখা ১৩’শ মণ, নির্মল সাহার গোডাউনের ১’শ ৭৫ মণ ও ইকরাম মিয়ার গোডাউনের ৩’শ মণ পাট পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার তদন্ত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে।
ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, এবারের পাট মৌসুমে বিক্রির জন্য গোডাউনে ১ হাজার ৩’শ মণ পাট মজুদ রাখা হয়েছিল। কিন্তু গভীর রাতে হঠাৎ করে খবর আসে আমার গোডাউনে আগুন লেগেছে। বাড়ী থেকে আসতে আসতে আমার গোডাউনের সব পাট পুড়ে ছাই। আমি এখন স্বর্বশান্ত হয়ে গেলাম।
অপর ক্ষতিগ্রস্থ পাট ব্যবসায়ী ইকরাম মিয়া বলেন, আমার গোডাউনের ৩’শ মণ পাট ছিলো। সব টাকা দিয়ে পাট কিনেছিলাম। সব কিছু পুড়ে যাওয়ায় আমি শেষ। এখন সরকারি সহযোগীতা না পেলে আমাকে পথে বসতে হবে।
খুলনা গেজেট/এনএম
