বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

গোপালগঞ্জে তাপমাত্রা নামলো ৭ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

এবার গোপালগঞ্জে তাপমাত্রা নামলো ৭ ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। ফলে জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। সেই সাথে হিমেল হাওয়া বয়ে যাওয়া তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার গোপালগঞ্জ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, দৃষ্টিসীমা ৪০০ মিটার। যা ছিল এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। গত কয়েকদিন জেলায় সূর্যের মুখ দেখা যায়নি। তবে গতকাল বুধবার সকাল থেকে দেখা সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়া বয়ে যাওয়ায় শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ। দরিদ্র মানুষ শীত নিবারণের জন্য খড়কুটো ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ভোর থেকে সকাল পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

তীব্র শীতে সব থেকে বেশি অসুবিধায় পড়ছেন নদী তীরবর্তী বাসিন্দারা। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। তাদেরকে তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজ করতে বের হতে হচ্ছে।

এছাড়া তীব্র শীতে ব্যাহত হচ্ছে বোরো ধান রোপণ। ক্ষতিগ্রস্ত হচ্ছে বীজতলা। এদিকে ঠান্ডা জনিত রোগে আক্রান্তদের ভিড় বাড়ছে বিভিন্ন হাসপাতালে। বেশিরভাগ আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ বয়সিরা।

রিকশা চালক সোহেল শেখ বলেন, গত কয়েকদিন ধরে সূর্যের মুখ দেখা না গেলেও আজ (গতকাল) সকাল থেকে সূর্য উঠেছে। ফলে কিছুটা হলেও শীত থেকে কষ্ট নিবারণ হয়েছে। একারণে সকালে কাজে বের হতে পেরেছি।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এমন পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, প্রতিদিন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। বরাদ্দ পাওয়া ৫ হাজার কম্বলের মধ্যে ইতোমধ্যে সাড়ে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী কম্বল ও বরাদ্দ পাওয়া ৩০ লাখ টাকা বিতরণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন