বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আজ ২৮ নভেম্বর, শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস তার অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে তার অচিরেই সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা জানান, তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যগত অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং তার চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, সমন্বয় ও প্রস্তুতি নিশ্চিত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে ড. ইউনুস বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিয়ে প্রধান উপদেষ্টার মানবিক সৌজন্যমূলক এই অবস্থানকে স্বাগত জানিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

